
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই আয়োজন করতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।” শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
