
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১৯:২৩

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি, বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ এক স্থানীয় ব্যক্তি আহত হন।
