প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:১১
“কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও” স্লোগানে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার বেলা ১১টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে কয়েক শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
এই মানববন্ধনে কুয়াকাটা প্রেসক্লাব, হোটেল-মোটেল এমপ্লিয়জ অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), রেস্টুরেন্ট মালিক সমিতি, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ট্যুরিস্ট বোট মালিক সমিতি, শিল্পীগোষ্ঠী, ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈকতের সৌন্দর্য ধ্বংসের ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে। সাগরের ভাঙন, অপরিকল্পিত বর্জ্য ফেলা, অবৈধ স্থাপনা এবং পর্যাপ্ত সুবিধার অভাব কুয়াকাটার পর্যটন অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তারা সরকারের কাছে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং পর্যটকদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরেই কুয়াকাটা রক্ষায় বিভিন্ন প্রকল্প প্রস্তাব করা হলেও তা রহস্যজনকভাবে বাস্তবায়িত হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই বলেন, কুয়াকাটা শুধু একটি স্থান নয়, এটি জাতীয় সম্পদ। এর অস্তিত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাঁরা সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ও টেকসই উদ্যোগ দাবি করেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া সার্কেলের সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুজ্জামান তুহিন জানান, সাম্প্রতিক নিম্নচাপ ও জোয়ারের প্রভাবে সৈকতে ব্যাপক ভাঙন হয়েছে। দ্রুত ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ও জিও টিউব বসানোর কাজ আগামীকাল থেকেই শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই অস্থায়ী ব্যবস্থা কিছুটা হলেও ভাঙন রোধে কার্যকর হবে। তবে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এই মানববন্ধন এলাকাবাসীর সচেতনতা ও ঐক্য প্রকাশ করেছে, যা কুয়াকাটা রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।