কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের সাবেক মেম্বার ইউনুস সিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মডেল থানার সামনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় টেকনাফ মডেল থানা এবং টেকনাফ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহতের পরিবার, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, নিহতের স্ত্রী কহিনুর আক্তার, ইউপি সদস্য মো. সেলিম, ছাত্র প্রতিনিধি আবদুর রহমান, ওবায়েদ, আবদুল জব্বার প্রমুখ।
মানববন্ধন চলাকালীন একপর্যায়ে টেকনাফ মডেল থানার ওসি যায়েদ মোহাম্মদ নাজমুন নুর বক্তব্য রাখেন। এসময় আসামীদের দ্রুত গ্রেফতারেজন তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তারা বলেন,ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখনো আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এমনকি নিহতের ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করতে পারেনি। পুলিশ কার অদৃশ্য শক্তির ইশারায় আসামিদের গ্রেফতার করছেনা প্রশ্ন তুলেতুলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে একটি টীম গঠন করে অভিযান পরিচালনা করে টেকনাফ বাসীকে নিরাপত্তার ব্যবস্থা করার আহবান জানান।
নিহতের পরিবার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
উল্লেখ, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের ব্রীজের খাল থেকে সাবরাংয়ের মো. ইউনুস মেম্বারের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড এর সাবেক মেম্বার ও আরফাত রহমান কোকো ক্রীড়া সংগঠনের সভাপতি ছিলেন।
এঘটনায় গত গত ৬ নভেম্বর মো. আলমকে প্রধান আসামি করে আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা রুজু করা হয়।
এঘটনায় তিন দিন পার হলেও পুলিশ এখনো কোন আসামি কে আটক করতে পারেনি। এমমকি নিহত ইউনুস মেম্বারের ব্যবহৃত ফ্রিমিও জি সুপারিয়র গাড়িটি উদ্ধার করতে পারেনি।