দীঘিনালায় ইউপিডিএফ সদস্য নিহতের খবর গুজব, দাবি সংগঠনের

শেয়ার করুনঃ
দীঘিনালায় ইউপিডিএফ সদস্য নিহতের খবর গুজব, দাবি সংগঠনের

দীঘিনালায় গোলাগুলিতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছে—এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, গুজব ও উদ্দেশ্যমূলক অপপ্রচার’ হিসেবে দাবি করেছে পার্বত্য সংগঠন ইউপিডিএফ। শনিবার সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বার্তা প্রেরক নিরন চাকমার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস (সংস্কার) দলের মধ্যে সংঘর্ষের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছে বলে বলা হলেও, বাস্তবে তাদের কোনো সদস্য ওই ঘটনায় জড়িত ছিল না।

বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ স্পষ্ট করে জানায়, দীঘিনালা উপজেলার ওই এলাকায় সংগঠনটির কোনো সামরিক শাখা সক্রিয় নয় এবং সংঘর্ষের সময় বা পরে সেখানে তাদের কেউ অবস্থান করছিল না। ফলে তাদের সদস্য নিহত হওয়ার প্রশ্নই উঠে না।

সংগঠনের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংগঠন, যারা সশস্ত্র লড়াইয়ের চেয়ে সাংগঠনিক ও রাজনৈতিক সংগ্রামে বিশ্বাসী। তিনি আরও বলেন, এই ধরনের মিথ্যা সংবাদ জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরী ধর্ষণের ঘটনায় চলমান গণআন্দোলনের মধ্যেই এই গুজবটি ছড়ানো হয়েছে। উদ্দেশ্য ছিল—মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ইউপিডিএফ দাবি করে, এমন মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদমাধ্যম একটি দায়িত্বহীন ভূমিকা পালন করেছে। ফলে সংবাদমাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

এছাড়া তারা রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করে। ইউপিডিএফ এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দে দেবীদ্বারে এনসিপির আনন্দ মিছিল

‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দে দেবীদ্বারে এনসিপির আনন্দ মিছিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনপ্রাপ্ত হওয়া এবং ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ পাওয়ায় হাসনাত আব্দুল্লাহর নিজ উপজেলা কুমিল্লার দেবীদ্বারে বিশাল আনন্দ মিছিল করেছে উপজেলা এনসিপির নেতা-কর্মীরা। শনিবার (৮ নভেম্বর) দুপুরে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলের দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে উপস্থিত থাকলেও তিনি

হাকিমপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হাকিমপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার ৮ নভেম্বর বিকেল সাড়ে চারটায় কাঁকড়াপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি

ঠাকুরগাঁওয়ে অসময়ে মাচায় ঝুলছে আকর্ষণীয় ‘স্মার্ট বয়’ তরমুজ

ঠাকুরগাঁওয়ে অসময়ে মাচায় ঝুলছে আকর্ষণীয় ‘স্মার্ট বয়’ তরমুজ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে অসময়ে মাচায় ঝুলছে হলুদ-কালো রঙের আকর্ষণীয় ‘স্মার্ট বয়’ জাতের তরমুজ। নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর আওতায় কুজিশহর টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের সদস্য কৃষক মো. সাইফুল ইসলাম তাঁর ৩৩ শতক জমিতে এ তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। জানা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন রায় ও জুয়েল হকের পরামর্শে সাইফুল শুরুতে প্রায় ১২ শত

আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উদ্বোধন

আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ।  শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী সার্বিক পৃষ্ঠপোষকতায় মহীপুর হাজী মহসীন কলেজ মাঠে এই আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেন তিনি।  টুণামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা মোঃ আঃ রাজ্জাক লালনের

ঘর নেই, ভবিষ্যত নেই—অপেক্ষা শুধু মানবিক সিদ্ধান্তের

ঘর নেই, ভবিষ্যত নেই—অপেক্ষা শুধু মানবিক সিদ্ধান্তের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর গ্রামের গৃহহীন শহিদুল ইসলাম (৪৮) পরিবারসহ প্রায় ১১ মাস ধরে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছেন। মাথা গোঁজার এক খণ্ড আশ্রয়ের আশায় তিনি আশ্রয়ন প্রকল্পের একটি ঘর চান। জানা গেছে, একসময় শহিদুল অন্যের জমিতে একটি ছোট ঝুপড়ি ঘর তুলে স্ত্রী, দুই সন্তান ও অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করতেন। শিলখুড়ি ইউনিয়ন ভূমি অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদারের