প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১৯:৪৮

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে “কথা বলার ক্ষেত্রে সংযত থাকার” আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তিনি অধ্যাপক ইউনূসকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
