দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৮ নভেম্বর বিকেল সাড়ে চারটায় কাঁকড়াপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মেফতাহুল জান্নাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হক রঞ্জু।
আরও উপস্থিত ছিলেন কাঁকড়াপালী মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মাষ্টার, হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী প্রণব কুমার রায়, মোঃ রেজাউল করিম, প্রাইভেট শিক্ষক মোঃ ইমদাদুল হক, ইউপি সদস্য ওমেদ আলী, ইউনিয়ন কৃষকদলের সাঃ সম্পাদক মোঃ দুলাল হোসেন সাংবাদিক লুৎফর রহমান, সোহেল রানা সহ অনেকে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আজিজার রহমান উদ্বোধনী বক্তব্য বলেন, সমাজের একজন ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য এই মানব কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কৃতি শিক্ষার্থীদের আগামী দিনে অনুপ্রেরণা যোগাইতে আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশের কর্ণধার। তাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের ভালো কাজ করার জন্য শিক্ষার্থীদের গড়ে ওঠার আহবান জানান।
আলোচনা সভা শেষে এলাকার ২০২৫ সালে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষায় ৩৬ জন উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।