প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১৯:১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, সরাসরি নির্বাচনে জয়লাভের নিশ্চয়তা না থাকায় কিছু রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে। তিনি জানান, এসব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সুযোগ কাজে লাগিয়ে প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ব্যাংক-অর্থনৈতিক প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে সুবিধা নিচ্ছে, যা জনগণের স্বাধীন ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
