প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২১:৪০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে বৃহস্পতিবার বিকেল ৫টায় জুলাই-আগস্ট মাসে নিহত শহীদদের স্মরণে এক ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করে ছাত্র-জনতার পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক রাশিকুজ্জামান উজ্জ্বল।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন সুইডেন উপাসালা হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এইচ এম আইয়ুব, নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফজলুল হক নয়ন ও ডা. শাহরিয়ার আলম। এছাড়াও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আবু হাসান আলী, শাহনাজ পারভীন সীমা ও জেসমিন আরা লিপিও চিকিৎসা ও পরামর্শ দেন।