প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৩৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুর চর এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের পুরোনো বিরোধে আবারও রক্তপাত ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই বিরোধ চরম সংঘর্ষে রূপ নিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ থেকে ২০ জন। এ ঘটনায় এলাকাজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতরা হলেন আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তাদের সবাই স্থানীয় বাসিন্দা এবং শাহাজাহান মিয়ার অনুসারী হিসেবে প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের মধ্যে একটি জমি নিয়ে বিবাদ চলছিল। ওই জমি নিয়ে একাধিক মামলাও হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন জমিটিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং তা সংঘর্ষে গড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহৃত হয়। অনেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহত তিনজনের মৃতদেহও পুলিশি তত্ত্বাবধানে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের শনাক্তে কাজ চলছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ দুঃখজনক। প্রশাসনের উচিত দ্রুত স্থায়ী সমাধান বের করে আরেকটি প্রাণঘাতী ঘটনার আগেই বিরোধ নিষ্পত্তি করা।
এদিকে ঘটনার পর ভুন্দুর চর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে টহল দিচ্ছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে।