কুমিল্লার দেবীদ্বারে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন গুনাইঘর (উত্তর) ইউনিয়নের আ’লীগ সহ-সভাপতি রমজান আলী (৩২), যিনি গত ৩১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি ছিলেন। তিনি গুনাইঘর গ্রামের বদু মিয়ার ছেলে।
এছাড়াও সাব্বির হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলেন – গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৩৮), পদ্মকোট গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে; ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন (৪৮), চান্দপুর গ্রামের নোয়াজ আলী ব্যাপারীর ছেলে; এবং জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান ইসলাম নিয়ন (২২), বারুর গ্রামের হাজী জাকির হোসেন মেম্বারের ছেলে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা এবং সাব্বির হত্যা মামলায় মোট চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
পুলিশের এই অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তার সচেতনতা বৃদ্ধি করেছে। ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।