
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১৮:১৯

রাজবাড়ী সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বসন্তপুর ও উদয়পুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
