প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১৭:১২

যে বয়সে আরাম–আয়েশে দিন কাটানোর কথা, সেই বয়সে প্রতিদিন দু’মুঠো ভাতের জন্য সংগ্রাম করতে হচ্ছে আজিমন নেছাকে। বয়স প্রায় ৫৮ বছর। তিনি একজন বিধবা নারী। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি হাওলাদার বাড়ি এলাকায়।
