প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ১৮:২৫

মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণাঞ্চলে চারদিন ধরে টানা বর্ষণ চলছে। বিশেষ করে মঙ্গলবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টির কারণে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
