প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ২০:৩
নোয়াখালীতে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতার তীব্রতা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে একদিনেই জেলার পানির স্তর ১৯ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।