প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ২১:৪১
কুমিল্লায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে গোমতী নদীর পানি হঠাৎ করে দ্রুতগতিতে বাড়ছে। এ অবস্থায় নদী পাড়ের মানুষজনের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় গোমতীর পানি রেকর্ড করা হয় ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩.৫ মিটার নিচে। তবে একই দিন রাত ৮টার দিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তখন নদীর পানি বিপদসীমার মাত্র ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।