প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১৮:২৮
কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নামে এক ধরণের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ভিকটিমের বাড়িতে খোঁজ খবর নিতে এবং সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেন, ঘটনার পেছনে মূলত স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছে, যারা নিজেদের দোষ ঢাকতে বিএনপির নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।