প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ২১:৭

ইরানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভকে কেন্দ্র করে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জনসম্পত্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য ‘রেড লাইন’ ঘোষণা করেছে। শনিবার (১০ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, গত দুই রাতে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ঘটিয়েছে।
