নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের রোগভোগে অতিষ্ঠ হয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের রাখাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম নারায়ণ চন্দ্র দাস (৫৪)। তিনি ওই গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র দাস দীর্ঘদিন ধরে টিউমার, আলসার ও পাইলসসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। বিভিন্ন সময় চিকিৎসা গ্রহণ করলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। রোগজনিত দীর্ঘস্থায়ী যন্ত্রণা তাকে মানসিকভাবে ভেঙে ফেলে।
নিহতের ছেলে নিমাই চন্দ্র দাস জানান, শনিবার ভোররাতে তার বাবা অসহনীয় শারীরিক কষ্টে ঘর থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যদের অজান্তেই তিনি বসতঘরের পাশে পুকুরপাড়ে থাকা একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।