ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি লিচু বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য নয়) সকালে সুন্দরপুর–দূর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে একটি লিচু গাছে যুবকের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে কিছুটা দূরে হওয়ায় কয়েকদিন ধরে মরদেহটি কারও নজরে আসেনি। ধারণা করা হচ্ছে, অন্তত কয়েকদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি আংশিকভাবে পচন ধরেছিল।
পুলিশ জানায়, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট এবং গায়ে লাল-কালো রঙের একটি সুয়েটার। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।