প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৯:২১
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি কেনাকে কেন্দ্র করে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন ঢাকাপ্রবাসী বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। সোমবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় মসজিদের পাশের একটি ডোবার ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচজন স্বজনকে আটক করে।