প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৪৪
রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন্নাহার ছিদ্দিকা জলির। সভা সঞ্চালনা করেন মাসুদ পারভেজ ও সালমা সুলতানা।
সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন এবং অভিভাবকদের সচেতন করার কথাও বলেন।
সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, অধ্যক্ষ আব্দুল হালিম মিয়া, শিক্ষক নেতা নজির হোসেন মোল্লা এবং সমাজসেবক আলাউদ্দিন মোল্লা বক্তব্য রাখেন। তারা প্রত্যেকে শিক্ষার মান উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো শিক্ষার্থীদের গড়ার কারখানা। এখানে নিয়মিত উপস্থিতি না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি শিক্ষক সমাজকে আরো যত্নশীল হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবেলায় বাস্তবভিত্তিক পরিকল্পনা নিতে হবে। উপস্থিত শিক্ষকদের উৎসাহিত করে তিনি জানান, প্রশাসনিক পর্যায়ে যেসব সমস্যা রয়েছে, তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ বিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলোর তাৎক্ষণিক সমাধানে সুপারিশ করেন।
সভা শেষে শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকলে।