প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:৫১
শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে সদস্য হতে পারবে। তিনি দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্যে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বলেন, সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রম থেকে বাদ দেওয়ার চেষ্টা চালানো হবে।
আমীর খসরু আরও বলেন, বিগত ১৫ বছরে দলের নেতাকর্মীরা মিথ্যা মামলা মোকাবেলা করে পালিয়ে বেড়িয়েছে, যা দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করেছে। বড় একটি দল হওয়া সত্ত্বেও বিএনপি তার সাংগঠনিক কাঠামো দৃঢ় করতে পারেনি। এই কারণেই এবার সাংগঠনিক কার্যক্রমকে দৃঢ় ও সুসংগঠিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা দলের ভেতরে প্রতিযোগিতায় আসতে চায়, তারা দলের লক্ষ্য ও আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। বিএনপি একটি অভিজ্ঞ দল এবং কোনও ষড়যন্ত্র দলের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না। দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখাই এখন মূল চ্যালেঞ্জ।
এ সময় সদস্য নবায়ন কার্যক্রমের দৃশ্যমানতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে দলকে আরও শক্তিশালী করে তুলে ধরা জরুরি। এর মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির অবস্থান সুসংহত হবে।
বিএনপির এই কর্মসূচি আগামী দিনে দলকে পুনর্গঠনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা প্রকাশ করেন নেতারা। সাংগঠনিক শক্তি বাড়ানো এবং অগ্রহণযোগ্য সদস্যদের ছাঁটাই বিএনপির নতুন পথচলার অংশ বলে মনে করা হচ্ছে।