দিনাজপুরের ঘোড়াঘাটে ১৪টি মামলার আসামি শাকিল নামে এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের করঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল (২৭) ঘোড়াঘাট ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা ও চুরির মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের টহল দল ডাকাতি রুখতে অভিযান চালায়। ডুগডুগি খাঁ পুকুর মাজার সংলগ্ন এলাকায় ডাকাতি প্রস্তুতরত অবস্থায় কয়েকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। সে থানার ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় রয়েছে।
পুলিশ জানায়, দলটি প্রথমে লক্ষ্যস্থল রেকি করে। পরে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা-পয়সা ও গয়না লুট করে। তারা বিভিন্ন জেলায় সক্রিয়ভাবে অপকর্ম চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।