বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে গলদা চিংড়ির রেণু পোনা (পিএল) জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। শুক্রবার রাত তিনটার দিকে মেমানিয়া ইউনিয়নের দূর্গাপুর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২ ইঞ্জিনবিশিষ্ট একটি বড় ট্রলার তল্লাশি করে ৩৪টি ড্রামে রাখা রেণু পোনা উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ১৫ হাজার করে মোট ৫০ লাখ ১০ হাজার রেণু পোনা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অবৈধভাবে রেণু পোনা পরিবহনের সময় ট্রলারটি আটক করা হয়। তবে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রেণু পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, ট্রলারটিতে প্রচুর পরিমাণে রেণু পোনা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, জব্দকৃত ট্রলারটি পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথাও জানান কর্মকর্তারা।
স্থানীয় মৎস্য চাষীদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নদী থেকে অবৈধভাবে রেণু পোনা সংগ্রহ করে বাজারজাত করছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং বৈধ চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মৎস্য অধিদপ্তর জানায়, নির্ধারিত সময় ও পদ্ধতি ছাড়া রেণু পোনা সংগ্রহ করা বেআইনি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।