প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৭:২৩
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় ২২ শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর সোমবার বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
অধ্যক্ষ জানান, ধর্মীয় স্বাধীনতায় প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে না এবং শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মীয় আচার-আচরণ মেনে চলতে পারে। তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাই সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে রোববার, যখন ষষ্ঠ শ্রেণির ২০-২২ শিক্ষার্থী হিজাব পরে স্কুলে আসে। সারাদিন কোনো শিক্ষক আপত্তি না করলেও শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন বলে অভিভাবকরা অভিযোগ করেন।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং হিজাব পরার কারণে তাদের ‘জঙ্গির মতো’ আখ্যা দিয়েছেন। এতে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেন।
শিক্ষক ফজিলাতুন নাহার জানান, স্কুলের ড্রেস কোড অনুযায়ী পর্দা করতে চাইলে সাদা স্কার্ফ পরতে হবে। শিক্ষার্থীরা ওড়না পরে এসেছিল, যা নিয়ম বহির্ভূত। তাই নিয়ম শেখানোর জন্যই তিনি তাদের বের করে দেন।
তিনি আরও বলেন, অন্য শিক্ষকরা কী করলেন, সেটা তাদের ব্যাপার, তবে স্কুলের নিয়ম শিক্ষার্থীদের বোঝানো তার দায়িত্ব।
ঘটনার পর অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সুপারিশ জমা দেবে। এরপর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।