রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা স্পেশাল পিপি অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন রেজা। তিনি জানান, ২০১৭ সালের ১৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল চান মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় চান মিয়া নিজেই ঘরের ভেতর ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্যানুযায়ী ঘরের ভেতর থেকে মোট ৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
ঘটনার পর র্যাব-৮ এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত আজ দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, "এই রায়ের মাধ্যমে সমাজে একটি বার্তা দেওয়া হলো যে, মাদকের সঙ্গে জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।"