প্রকাশ: ১৫ মে ২০২৫, ২১:৪৬
মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চলছেই। জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির জোরদার টহল থাকা সত্তে¡ বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে কুলাউড়া ও বড়লেখা উপজেলার সীমান্তে নারী, শিশুসহ আরও ৩০জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ১৪ জনকে পুশইন করে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। অপরদিকে বৃহস্পতিবার ভোরে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল নামক সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ১৬ জনকে পুশইন করে বিএসএফ।