মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অয়েল ট্যাংকার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
তিনি জানান, লাইনচ্যুত ট্রেনটি একটি তেলবাহী ট্যাংকার ট্রেন। দুর্ঘটনাটি স্টেশনের ৩ নম্বর লাইনে ঘটায় মূল লাইনে কোনো প্রভাব পড়েনি এবং যাত্রীবাহী বা অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা হয়নি। ফলে বর্তমানে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধার কাজ চলছে। স্টেশন মাস্টার জানান, লাইনচ্যুত অয়েল ট্যাংকারটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।
স্থানীয়রা জানান, ট্রেনটি লাইনচ্যুত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আগুন লাগার ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে ট্যাংকারের আশপাশে জনসাধারণের চলাচলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করে লাইনটি সচল করার চেষ্টা করছে।