আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন ছিল রঙিন র্যালি, পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং আলোচনা সভার সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী পরিবেশনা।
দিবসটি ঘিরে সকালে হিলির চারমাথা মোড় এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শ্রমিক নেতারা কালো ব্যাজ ধারণ করেন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি হিলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পানামা পোর্ট লিংকের সামনে। সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল আলোচনা সভা। এতে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও বেতন কাঠামো নিয়ে জোরালো বক্তব্য দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা। উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞাও আলোচনায় অংশ নেন এবং শ্রমিকদের সুরক্ষা ও আইনের আওতায় কাজ করার আহ্বান জানান। বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের আহবায়ক ওমর আলী মল্লিক, সদস্য সচিব সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে হিলি পানামা পোর্ট, আরনু জুট মিলস, বাস শ্রমিক, কুলি শ্রমিক, অটো বাইক, ট্রাক, ট্রেংকলরী ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
শ্রমজীবী মানুষের সম্মান ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে এই কর্মসূচি নতুন করে প্রেরণা জোগায় বলে মন্তব্য করেন অনেকেই। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পালিত এই আয়োজন শ্রমিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।