খাগড়াছড়ির পানছড়ি বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় পানছড়ি উপজেলা সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে দলটির নেতারা “সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই” স্লোগানটি প্রচার করেন এবং সাধারণ মানুষের মাঝে তা ছড়িয়ে দেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, বৈষম্যহীন জনসেবা, অসাম্প্রদায়িক সমাজ এবং জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।
উক্ত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান, প্রচার সম্পাদক মো. আবুল কাসেম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের জনগণ দুর্নীতিগ্রস্ত শাসনের বিপরীতে একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার প্রত্যাশা করে। জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তারা বলেন, দেশের জনগণ আজ সুশাসনের জন্য উদ্বিগ্ন, তাই তারা একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে দলটির আদর্শ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তারা দলটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। স্থানীয় বাজারে প্রচারপত্র বিতরণ, শান্তিপূর্ণ প্রচারণা এবং স্লোগানের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছানোর চেষ্টা করা হয়।
জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে এমন গণসংযোগ অব্যাহত রাখার কথাও জানান আয়োজকরা।