প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৩০
ঈদুল ফিতর ও বিভিন্ন ধর্মীয় পূজাপার্বণকে কেন্দ্র করে চলতি বছরের প্রথম তিন মাসে মৌলভীবাজার জেলায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রত্যাশার চেয়েও বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় মোট ১৪২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা টাকার হিসেবে প্রায় ১ হাজার ৭১৪ কোটি ৮০ লাখ টাকা।