হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গরু চোর সন্দেহে তিন যুবককে আটক করে গাছে বেঁধে রেখেছিল গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ১৫১ ধারায় গ্রেপ্তার করেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসীর অভিযোগ, ওই তিনজন সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া গরু চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে গত এক সপ্তাহে অন্তত আটটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে বুধবার সকালে জঙ্গলে দুটি গরু বাঁধা অবস্থায় পাওয়া গেলে সন্দেহভাজন হিসেবে আলীনগর গ্রামের আল আমিন, বরুড়া গ্রামের পারভেজ মিয়া ও শাকিল মিয়াকে আটক করে এলাকাবাসী। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, “মারধরের শিকার হতে পারে এমন আশঙ্কায় ওই তিনজনকে উদ্ধার করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
তিনি আরও বলেন, “তারা আদৌ গরু চুরির সঙ্গে জড়িত কিনা, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীর সহায়তায় গরু চুরির প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি গরু চুরির ঘটনা বাড়ছে এবং চোর চক্র সক্রিয় রয়েছে। গরু উদ্ধার ও সন্দেহভাজনদের আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের প্রতি আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গরু চুরির ঘটনায় কেউ জড়িত থাকলে প্রমাণসাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।