প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৭

পটুয়াখালীর মহিপুরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী পরিবার জানায়, রাত গভীর হলে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত হঠাৎই লোহার রড ও চাপাতি দিয়ে বাড়ির মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাদের হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে।
ডাকাতরা বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি

ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, সেই সুযোগ কাজে লাগিয়েই ডাকাতরা পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। ডাকাতি শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পুরো ঘটনা মাত্র ২০-২৫ মিনিটের মধ্যেই ঘটে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

ডাকাতির শিকার পরিবারটি স্থানীয়ভাবে পরিচিত ও রাজনৈতিকভাবে সক্রিয় একটি পরিবার। তাদের মতে, এই ডাকাতি কেবল সাধারণ চুরির উদ্দেশ্যে নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে চালানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।
ডাকাতির ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। আতঙ্কিত এলাকাবাসী পুলিশের টহল জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অচিরেই এই চক্রকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।