প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:১৯
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার পিচ সিরাপ এবং তা ধ্বংস করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।