
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৮:৯

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল, বিপুল পরিমাণ মোটরসাইকেল পার্টস ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মিল্টন সরকার (৪৯) নামে এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
