প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:৪৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের কাকুরিয়া এলাকায় মোঃ রাকিব কাজী (২৬) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় আহত রাকিব বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর আহত রাকিবের পিতা মোঃ অহিদ কাজী হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দেয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশি সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।
আহত রাকিব কাজী জানান, তিনি পেশায় একজন মৎস্যজীবী। কিছুদিন আগে একই এলাকার হযরত আলী ফকিরের মেয়ে ও ধলু আকনের ছেলের একটি ঘটনা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে অভিযুক্তরা তার কাছ থেকে চাঁদা দাবি করতে শুরু করে।
রাকিব আরও বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে কাকুরিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজারের উত্তর পাশে স্ব-মিলের সামনে পৌঁছালে মোঃ হযরত আলী ফকির, মোঃ সাইফুল ফকির, মোঃ ধলু আকন ও মোঃ শাহিন আকন তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার পর রাকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
রাকিবের বাবা মোঃ অহিদ কাজী জানান, ঘটনার পর পরই তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখনো পর্যন্ত থানার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ দ্রুত বিচার দাবি করছেন।