প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় চাঁদার দাবিতে মালয়েশিয়া প্রবাসী আল আমিন মন্ডল (২৫) ছুরিকাঘাতের শিকার হয়ে যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, রাখালগাছি খেয়াঘাটের কাছে বরশিতে আটকে গেলে লাশটি টেনে তোলা হয় এবং পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আল আমিন রাখালগাছি বাজারে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় আল আমিনের ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়। জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তিনি, কিন্তু শেষরক্ষা হয়নি।
আল আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর গ্রামের বাসিন্দা। প্রায় সাত বছর মালয়েশিয়ায় থাকার পর চার মাস আগে দেশে ফিরে আসেন। নিজের বিয়ের জন্য পাত্রী দেখার কাজে শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেই দিনই তাঁর জীবনের করুণ পরিণতি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী ও রবিউল ইসলামের নেতৃত্বে চারটি মোটরসাইকেলে করে আসে। মুহূর্তের মধ্যে তারা আল আমিনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরিকাঘাত করে। প্রাণভয়ে নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাঁর।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু বক্কার জানান, শনিবার সকাল থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে বরশিতে আটকে থাকা লাশটি দেখতে পান স্থানীয়রা। তাঁর কপালের বাম পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।