প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৫৮
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত। ২৬ এপ্রিল ২০২৫, বিকালে অনুষ্ঠিত এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। অভিযানে একাধিক পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সহযোগিতা ছিল।