প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৫৫
নওগাঁর মান্দায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী রিয়াদ হোসেন (১৬) প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে মান্দা উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে চাল বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি একটি গোডাউনে যাচ্ছিল এবং মোড় ঘুরতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল ট্রাকটির সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন—রিয়াদ হোসেন ও ফাহিম হোসেন—মাটিতে ছিটকে পড়ে যায়।