প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২০:৯
অপহরণের পাঁচ বছর পর মায়ের কাছে ফিরেছেন সামাউন আলী (২০)। শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় তাঁকে ছেড়ে চলে যায় অপহরণকারীরা। এরপর পুলিশ ও স্বজনরা তাঁকে উদ্ধার করেন। এই ঘটনায় সামাউনের পরিবার দীর্ঘ পাঁচ বছর ধরে উৎকণ্ঠায় ছিল। এখন অবশেষে তাঁদের একমাত্র সন্তানকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি।