কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে মাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইমন (২৫) নামের এক যুবক তার মা খোরশেদা বেগমের কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে, ইমন ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা বটি দা দিয়ে তার মায়ের মাথায় উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনকে আটক করে। আহত খোরশেদা বেগমকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, ইমনকে আটক করতে গেলে সে লাঠি দিয়ে হামলা করে, এতে দুইজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাকে নিয়ন্ত্রণে আনে।
ইমন নয়াকান্দি গ্রামের রুহুল আমিনের পুত্র। রুহুল আমিন প্রায় ১৫ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং এখনও তার কোনো খোঁজ মেলেনি। ইমনের মা খোরশেদা বেগম অনেক কষ্ট করে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু ছেলে ইমনের মাদকাসক্ত জীবনযাপন দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক চাপ তৈরি করেছিল।
এ ঘটনার পর আহত খোরশেদা বেগম নিজেই দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ইমনের মা’র দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আমরা ইমনকে আটক করেছি এবং বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, মাদকের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে প্রশাসনকে, না হলে সমাজে এমন দুর্বৃত্ততা থামানো কঠিন হয়ে পড়বে।