নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সদস্যরা এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা রাজু আহমেদ মিঠু এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপন মানববন্ধনে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোটর শ্রমিক মামুন হোসেন মিলন, আব্দুল রহিম ও ধলু জয়নাল আবেদিন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নে নির্বাচন না হওয়ায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রমিকদের প্রাপ্য সুবিধাগুলোও ঠিকমতো দেওয়া হচ্ছে না।
তারা অভিযোগ করেন, মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতার মতো সুবিধাগুলো লুটপাট করা হচ্ছে। এতে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন।
শ্রমিক নেতারা অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানান। তারা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই অবস্থায় ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন সাধারণ শ্রমিকরা।