প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:২২
আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়ে চলছে ব্যাপক প্রচারণা, যেখানে প্রার্থীরা ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন উপলক্ষে এলাকাজুড়ে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন স্থান, পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানও দখল করেছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনে দুটি প্রধান পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে; একটি হলো মোস্তাক-জালাল পরিষদ এবং অন্যটি বর্তমান সভাপতি ছায়েম-সাধারণ সম্পাদক লাবু পরিষদ।