নওগাঁর মহাদেবপুরে একটি ট্রাককে পথ দিতে গিয়ে ভ্যান উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিরাজ আলী (৭০)। তিনি স্থানীয় সোনাকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
সূত্রে জানা যায়, সিরাজ আলী সকালে একটি চার্জার চালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে পথ দিতে গিয়ে ভ্যানটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।
ঘটনাস্থলেই সিরাজ আলীর মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আরও দুইজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত সিরাজ আলী এলাকার মৃত আফসার আলীর ছেলে ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
তিনি আরও বলেন, কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তি চিহ্নিত করতে তদন্ত চলছে।