রাজবাড়ীতে আন্তঃজেলা শীর্ষ ডাকাতদলের সরদার খোরশেদ অরফে বোমা খোরশেদ (৫৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার (১৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়।
খোরশেদ অরফে বোমা খোরশেদ রাজবাড়ী জেলার চন্দনী হরিণধারা এলাকার আঃ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০ হাজার টাকা, পাঁচ আনা এক রতি ওজনের এক জোড়া কানের দুল, দুই আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
রবিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ২৬ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় চারটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা করা হয়।
এ ঘটনায় খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট আটটি মামলা বিচারাধীন। এর আগে উক্ত ডাকাতচক্রের আরো ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলামসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।