দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্দারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বাসী ও মুসলিম উম্মাহর আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন বাসী ও মুসলিম উম্মাহ ব্যানারে দৌলতদিয়া ঘাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে ৬ নং ফেরি ঘাটের দৌলতদিয়া বাস টার্মিনালে এসে শেষ করে। এসময় শতাধিক রিক্সা চালকরা তাদের রিক্সা সহ মিছিলে অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে নানান প্ল্যাকার্ডে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান উঠে- ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন,‘স্টোপ কিলিং চ্রিলড্রেন অফ প্যালাস্টাইন, ‘ইন্ড ইসরায়েলী অ্যাপারথেড,প্যালাস্টাইন উইল বি নেভার ওয়াক এলোন, ‘স্টোপ ওয়ার সেভ দ্যা পিপল অফ প্যালেস্টাইন, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নেতানিহাহুর দুই গালে জুতা মারো তালে তালে’ নেতানিহাহুর চামড়া, কুত্তা দিয়ে কামড়া’ বয়কট বয়কট ইসরায়েলর পণ্য বয়কট প্রভৃতি স্লোগানে স্লোগানে উত্তাল হয় দৌলতদিয়া বাসী।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,ইসরায়েলের কোন পণ্য আমরা খাবো না। দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই- অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে।
এসময় দৌলতদিয়া ঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন ফিলিস্তিনের পক্ষে দোয়া মোনাজাত করেন।