ঝালকাঠির রাজাপুর উপজেলায় তরকারি বাজার সংলগ্ন খালে নির্মিত এক কোটি ৬৯ লাখ টাকার সেতুটি অচল অবস্থায় পড়ে আছে। এক বছর আগে নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি জনগণের কোনো কাজে আসছে না।
২০২২ সালে পুরনো সেতু ভেঙে নতুনটি নির্মাণ শুরু হয়। ঠিকাদার ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। গত বছর আগস্টে তিনি এলাকা ছেড়ে যাওয়ার পর থেমে যায় সংযোগ সড়ক নির্মাণের কাজ।
সেতুর দুই পাড়ে স্কুল-কলেজ, বাজার ও সরকারি অফিস থাকলেও যানবাহন চলাচল করতে পারছে না। মানুষকে গাড়ি রেখে হেঁটে পার হতে হচ্ছে। শিশু ও বৃদ্ধরা সেতুতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাঁচাবাজারের মালামাল আনতে এখন দূরের পথ ঘুরে আসতে হয়। পাকা রাস্তা থাকলেও সংযোগ সড়ক না থাকায় রিকশা বা ভ্যান চলছে না।
শিক্ষক ছগির মৃধা বলেন, "প্রতিদিন হাজারো মানুষ এ সেতু ব্যবহার করেন। সংযোগ সড়ক ছাড়া সেতুটি অকেজো।" ভ্যান চালক রহিম বলেন, "জিনিসপত্র আনা-নেওয়ায় ভোগান্তি হচ্ছে।"
উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এলাকাবাসী দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, কোটি টাকার এ প্রকল্প এখন অপচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।