প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:০
বরিশাল নগরীর লাইন রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ রং বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিনটি হার্ডওয়্যার দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে দোকানগুলোর বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পায় অভিযানকারী দল।