বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষককে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল বুধবার দুপুরে পশ্চিম সেরাল গ্রামের এক গুচ্ছ বাড়িতে পঞ্চম শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রী একা থাকা অবস্থায় একই এলাকার এক সন্তানের জনন সুমন সন্যামত জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হলে তার মাকে ঘটনাটি জানায়। ওই দিন রাতেই তার মা আগৈলঝাড়া থানায় গিয়ে সুমন সন্যামতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নম্বর-৯, তারিখ: ১৬-৪-২০২৫) দায়ের করেন।
এদিকে ধর্ষিতা স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালের (শেবাচিম) ওসিসিতে পাঠানো হয়েছে। আগেলঝাড়া থানার ওসি মো. আলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামী সুমন সন্যামত বর্তমানে পলাতক। তবে তাকে গ্রেফতারের জন্য বিশেষ টিম কাজ করছে।